নতুন চর্চা, পামেলা ও দ্রৌপদীকে দেখা গেলো একসঙ্গে

সদ্য মাত্রই জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি, এবার আবার একবার আলোচনার শিখরে তিনি। আর এই আলোচনায় যুক্ত রয়েছেন নতুন রাষ্ট্রপতির পদপ্রার্থী। মাদক মামলায় আপাতত জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন পামেলা৷ নিষিদ্ধ মাদক কোকেন ব্যবসায় যুক্ত পামেলা গোস্বামীর সঙ্গে এক ফ্রেমে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু৷

অভিযোগ, রাজ্য বিজেপির শীর্ষনেতাদের হাত ধরেই দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছন তিনি৷ দ্রৌপদীর সঙ্গে কথাও বলেন। এই ঘটনা ভালো চোখে দেখছে না খোদ গেরুয়া শিবিরই৷ ক্ষোভে ফেটে পড়েছে দলের একাংশ৷ তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্ব নিয়ে ফের সরব হয়েছেন শীর্ষ নেতৃত্বের একাংশ।

গত বছর ফেব্রুয়ারি মাসে নিষিদ্ধ মাদক কোকেন-সহ নিউ আলিপুর থেকে গ্রেফতার হন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী৷ তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম কোকেন৷ উদ্ধার হওয়া ওই মাদকের বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকা।

সেই বিতর্কিত নেত্রীকেই এবার দেখা গেল দ্রৌপদী মুর্মুর পাশে৷ রাষ্ট্রপতি ভোটের আগে সম্প্রতি বঙ্গ সফরে এসেছিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী৷ কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্রৌপদীর পাশেই দেখা যায় মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলাকে৷ সূত্রের খবর, মাদককাণ্ডে জামিন পাওয়া পামেলা দলের এক শীর্ষনেতার ঘনিষ্ঠ হওয়ায়র সুবাদে বিজেপির যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ পদে দায়িত্ব পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *