আসন্ন কলকাতা পুরসভা ভোটের আগে নয়া নির্দেশ হাই কোর্টের

পুরসভা ভোট যত সময় এগোচ্ছে টোটো উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি৷ কলকাতা পুরসভা ভোট সহ বাকি পুরভোটগুলিতে সিসিটিভি বসানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়৷ মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷ কলকাতা পুরভোট এবং গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে সিসিটিভি বসানো বাধ্যতামূলক বলে রায় দিল ডিভিশন বেঞ্চ৷ যার ফলে ৪,৮৪২টি বুথ এবং গণনা কেন্দ্রে বসবে সিসিটিভি৷

এদিন মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, মাত্র ২৫ শতাংশ বুথে সিসিটিভি আছে। বাকি বুথগুলিতে অনিয়মের সুযোগ থেকেই যাচ্ছে৷ ২০১৫ সালে ভোটের সময় বুথের সামনেই এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন৷ এর পর কলেজ ভোটেও আহত হয় পুলিশ৷ একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসা মামলায় শুধুমাত্র সিসিটিভি ফুটেজ না থাকায় বহু বুথের প্রকৃত তথ্য জানা সম্ভব হয়নি বলেই উল্লখ করেন মামলাকারীর আইনজীবী।

তিনি বলেন, এই ঘটনাগুলোর দিকে তাকিয়ে সবকটি বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হোক। জবাবে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ইতিমধ্যেই রিটার্নিং অফিসারকে স্ট্রং রুম এবং সেনসেটিভ বুথে সিসিটিভি বসাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যান্য বুথে সিসিটিভি বসানো হলেও কোনও আপত্তি নেই৷  দুই পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আদালতে যে আশ্বাস দেওয়া হল সেই মত রাজ্য নির্বাচন কমিশন যেন সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ বাস্তবায়িত করে৷ এর পরেই মামলার নিষ্পত্তি ঘোষণা করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *