রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
এবার রেশন কার্ড নিয়ে সমস্ত সমস্যার মুশকিল আসান। রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। দেশের মধ্যে প্রথম এই ব্যবস্থা চালু করে নজির গড়ল বাংলা।
অফলাইনের দিন শেষ, নাম বদল থেকে দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদলে সমস্ত কিছুই এবার হবে অনলাইনে। রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ এবার বাড়ি থেকেই হয়ে যাবে। শুধুই লাগবে স্মার্ট ফোন। অনলাইনে খাদ্য দফতরের ফুড পোর্টালে গিয়েই মিটে যাবে সব কাজ।