রাজ্যের মহিলাদের রক্ষার্থে নেওয়া হলো নয়া উদ্যোগ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার আবহেই এবার বড় পদক্ষেপ নিল রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি বিশেষ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নানান সরকারি, বেসরকারি, হস্টেল এবং অন্যান্য অফিসে মহিলা কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে ‘রাত্তিরের সাথী’ প্রকল্প চালু করা হয়েছে। আলাপন জানান, সব অফিসে রেস্ট রুম এবং মহিলাদের জন্য আলাদা করে শৌচালয় বানাতে হবে। হাসপাতালগুলিতে নিরাপত্তার কড়াকড়ির পাশাপাশি কর্মস্থলে বিশেষ বাহিনী রাখা হবে। তাঁদের কাজ হবে সময়ে সময়ে টহলদারি করা।

সমগ্র হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানো এবং সেফ জোন তৈরি করার কথা বলা হয়েছে। ১২ ঘণ্টার বেশি মহিলা চিকিৎসকদের ডিউটি নয় এবং নিরাপত্তার জন্য লোকাল থাকা থেকে সিকিউরিটি অফিসার নিয়োগের কথাও বলা হয়েছে।