নয়া মোড় নিল মামলা, তথ্য উদ্ধার করতে উদ্যোগ ইডির

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ মামলায় নয়া মোড়।

ইডি এবং সিবিআই, দুই সংস্থার নজরেই রয়েছে ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর স্ক্যানিং এবং মূল্যায়নের দায়িত্বে থাকা এস বসু রায় সংস্থাটি। যদিও সিবিআই জানায়, ওএমআর সম্বন্ধিত সকল তথ্য তারা নষ্ট করে ফেলেছে। যা কিনা এই মামলার তদন্তের জন্য ভীষণ জরুরি ছিল। এবার সেই তথ্য উদ্ধার করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় এজেন্সি।

টানা কয়েকদিন অভিযান চালানোর পর বেশ কয়েকটি হার্ড ডিস্ক এবং ২টি সার্ভার বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে, ওখানে কী তথ্য রয়েছে তা পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে সিবিআই। সংশ্লিষ্ট সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া ৪৭টি হার্ডডিস্ক সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিটিং-য়ে পাঠাচ্ছে তারা।