দুর্ঘটনা রুখতে নতুন উদ্যোগ লালবাজারের তরফে

এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো মহানগরীর বুকে৷ মদ্যপান শুধু শরীরের জন্যই ক্ষতিকর নয়৷ এর ফলে ঘটে অনেক দুর্ঘটনা৷ সেই দুর্ঘটনা রুখতেই নয়া ব্যবস্থা লাল বাজারের৷ শহরের পানশালাগুলিতে ‘ব্রেথ অ্যানালাইজার’ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে পানশালাতেই পরীক্ষা করা যায় ‘নেশা’র৷ লাল বাজারের যুগ্ম কমিশনার (সদর) এই নির্দেশ দেন৷

নির্দেশে বলা হয়েছে, পানশালা থেকে বেরোনোর আগে ‘নেশা’ পরীক্ষা বাধ্যতামূলক৷ পানশালা থেকে বেরিয়ে যাঁরা চার চাকার গাড়ি বা বাইক চালিয়ে ফিরবেন, তাঁরা যাতে মাত্রাতিরিক্ত নেশা না করেন, সে জন্যই এই নির্দেশিকা বলে লালবাজার সূত্রে খবর। শহরের পথে পথদুর্ঘটনা কমাতেই এই নির্দেশ বলে সূত্রের খবর। যদি ব্রেথ অ্যানালাইজারে কারও নেশার মাত্রা অতিরিক্ত ধরা পড়ে, তাহলে পানশালা কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হবে।

শীতের কলকাতায় পানশালাগুলি চলছে রমরমিয়ে৷ প্রায় সব পানশালাতেই উপচে পড়া ভিড়৷ নেশার জন্য বেড়েছে পথদুর্ঘটনাও৷ অধিকাংশ ক্ষেত্রেই দু’ চাকার গাড়িতে দুর্ঘটনার খবর উঠে এসেছে। অতিরিক্ত গতি যেমন এই দুর্ঘটনার কারণ, তেমনই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যেও দুর্ঘটনা ঘটছে। তাই এবার পানশালাগুলির কাছে নির্দেশ পৌঁছে দিল লালবাজার। কিন্তু এই নির্দেশ কতটা বাস্তবায়িত করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পানশালা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *