আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

মাঝে বাকি আর কত মাত্রদিন তাই৷ এর পরেই শুরু হয়ে যাবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষাকেন্দ্র ঘিরে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতেই এ বার নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রিয়েল টাইম অ্যাপের ব্যবহার করতে চলেছে তারা।

২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীয় অবতীর্ণ হবে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা-সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত করতে আগে থেকেই ভাবনাচিন্তা, পদক্ষেপ শুরু করেছিল পর্ষদ। সেই পদক্ষেপেরই অন্যতম একটি হল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই এবার দফতরে বসেই পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ৷

পরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা) মৌসুমী বন্দ্যোপাধ্যায় (ভদ্র)। সেখানে বলা হয়েছে, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সকলেই নিজেদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করে যাবতীয় তথ্য সরাসরি পর্ষদ কর্তাদের জানাতে পারবেন। এর ফলে খুব সহজেই বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলিতেও ঘটতে থাকা বিভিন্ন ঘটনা সহজে এবং দ্রুত জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *