বগটুই কাণ্ডে প্রকাশ্যে এল নতুন তথ্য

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার প্রকাশ্যে আসছে নতুন তথ্য। ঘটনার দিন এবং তার পরের দিন ২ বার ফোনে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল এই ঘটনার মূল অভিযুক্ত আনারুলের৷ ২১ মার্চ রাত ৮টা বেজে ৫০ মিনিট এবং ২২ মার্চ দু’বার ফোনে তাঁদের কথা হয় বলে আদালতে দাবি করছে সিবিআই৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবিতে অন্যদিকে মোড় নিল বগটুই–কাণ্ড৷ কারণ এই ঘটনার সঙ্গে এবার অনুব্রত যোগ নিয়ে প্রশ্ন উঠেছে৷ এদিন সিবিআই-এর তরফে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে৷ তাঁদের দাবি বগটুই কাণ্ডের দিন অর্থাৎ ২১ মার্চ এবং এর পরের দিন দু’বার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে এই ঘটনার মূল অভিযুক্ত আনারুল হকের কথা হয়েছিল৷

ফলে অনুব্রতর সঙ্গে এই ঘটনার কোনও রকম যোগাযোগ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ সেই মর্মে উচ্চ আদালতে হলফনামাও পেশ করা হয়েছে৷ এই মামলায় সিবিআই যে হলফনামা পেশ করেছে, সেখানে সিবিআই আধিকারিকরা সাফ জানাচ্ছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে আনারুল হকের কথোপকথনের অডিয়ো রেকর্ড তারা পেয়েছেন৷ সময় উল্লেখ করে ফোন কলের কথাও বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *