৪টি পুরস্কারে ভূষিত নিউ হল্যান্ড এগ্রিকালচার

সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল এনভি’র ব্র্যান্ড নিউ হল্যান্ড এগ্রিকালচার চারটি পুরস্কারে ভূষিত হল ইন্ডিয়ান ট্রাক্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে। শুধু ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারিং নো-হাউ’এর কারণে নয়, পুরস্কার এসেছে কোম্পানির দুটি কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি প্রোজেক্টের জন্যও।

ট্রাক্টর জংশন আয়োজিত ‘ইন্ডিয়ান ট্রাক্টর অফ দ্য ইয়ার ২০২১’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউ হল্যান্ড এগ্রিকালচার চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। সেগুলি হল: (১) ৫১ থেকে ৬০ এইচপি’র মধ্যে বেস্ট ট্রাক্টর (নিউ হল্যান্ড ৩৬৩০ টিএক্স স্পেশাল এডিশন), (২) কমার্সিয়াল অ্যাপ্লিকেশনের জন্য বেস্ট ট্রাক্টর (নিউ হল্যান্ড ৩২৩০ এনএক্স), (৩) বেস্ট ডিজাইন ট্রাক্টর (নিউ হল্যান্ড এক্সেল আল্টিমা ৫৫১০) ও (৪) বেস্ট কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ (নিউ হল্যান্ড – প্রিভেনশন অফ ক্রপ স্টাবল বার্নিং-স্ট্র ম্যানেজমেন্ট অ্যান্ড পন্ড অ্যাডপশন প্রোজেক্ট)।

নিউ হল্যান্ড এগ্রিকালচারের সেলস ডিরেক্টর (ইন্ডিয়া অ্যান্ড সার্ক) কুমার বিমল জানান, এই পুরস্কার গ্রাহকদের তরফে তাদের ব্র্যান্ডের প্রতি আস্থা ও বিশ্বাসের সূচক এবং কৃষকদের স্বার্থে তাদের উদ্যোগের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *