কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক গাড়ির দূষণ রুখতে নতুন বিধি কার্যকর করতে চলেছে। সেই কারণে সব রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।নির্দেশিকায় মোট চারটি বিষয়ে কথা বলা হয়েছে।
প্রথম নির্দেশিকা বলা হয়েছে কোনও গাড়ি যদি অটো এটিসি-এর পিএসই পরীক্ষায় অকৃতকার্য হয়, তা হলে সংশ্লিষ্ট গাড়িটিকে ১২ ঘণ্টার জন্য ব্লক করে দিতে হবে। দ্বিতীয় নির্দেশে বলা হয়েছে, কোনও গাড়ির মালিক নিজের আইডি ব্যবহার করে এটিসিতে নিজের লগিং আইডি দিয়ে মোবাইল নম্বর এবং ইমেল আইডি বদল করতে পারবেন।
তৃতীয় নির্দেশে বলা হয়েছে, অটো এমিশন টেস্টিং সেন্টারকে নিজেদের লাইসেন্সের মেয়াদ শেষের ৬০ দিনের মধ্যে নবীকরণের করে ফেলতে হবে। চতুর্থ নির্দেশিকায় বলা হয়েছে, কোনও গাড়ির যদি কর বাকি থাকে সেই গাড়িকে দূষণ নিয়ন্ত্রক সার্টিফিকেট দেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নির্দেশগুলি আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা হয়েছে।