বেশ কিছুদিন ধরেই চলছিল দ্বন্দ্ব, অবশেষে জারি হলো নির্দেশিকা। পারিবারিক পেনশনের বিষয়ে নিয়ম স্পষ্ট করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের পেনশন এবং পেনশন ওয়েলফেয়ার দফতরের তরফে জানানো হয়েছে পেনশন থেকে কন্যাদের বঞ্চিত করা যাবে না।
সেন্ট্রাল সিভিল সার্ভিসেসের (পেনশন) নিয়ম অনুসারে, পরিবারের সদস্য হিসেবে অবিবাহিত, বিবাহিত বিধবা মেয়ে, সৎ মেয়ে বা দত্তক মেয়েরাও পরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন। প্রতিটি মন্ত্রক বা দফতরের কর্মচারীদের পেনশন সংক্রান্ত পেনশন ও পেনশনভোগী কল্যাণের দফতরের নির্দেশিকা মেনে চলার জন্য বলা হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রক এবং দফতরকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে, কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পেনশন তালিকায় পরিবারের সদস্যদের মধ্যে ওই তার কন্যার নাম থাকে তাহলে সেই নামকেও বিবেচনা করতে হবে। কন্যার নাম বাদ দেওয়া যাবে না।