সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় বর্তমানে সরগরম রাজ্য। এবার আরও বাড়ল চাপ। সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবিপত্র জমা দিলেন। হয় চাষবাস, নাহলে শিল্প, স্পষ্ট বক্তব্য তাঁদের।
২০১৬ সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্টের তরফ থেকে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করা হয়। প্রায় হাজার একর জমি চাষযোগ্য করে কৃষকদের ফেরানোর নির্দেশ দেওয়া হয়। এরপর ৮ বছর কেটে গেলেও এখনও অবধি সেখানকার অধিকাংশ জমি চাষের যোগ্য নয় বলে দাবি তৎকালীন জমি আন্দোলনকারী চাষিদের একাংশের।
এবার সিঙ্গুরের জমি পুনরায় চাষের যোগ্য করে তুলতে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরেছেন সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটি। দাবি নিয়ে নবান্নে গিয়েছিলেন ২১ সদস্যের এই কমিটির সদস্যরা। মুখ্যমন্ত্রীর দেখা না পেয়ে ইমেল মারফৎ নিজেদের দাবিপত্র জমা করেন।