নয়া সিদ্ধান্ত সরকারের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বহুবার পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ উঠছে।

এবার সেই সকল দুর্নীতি রুখতে বিরাট পদক্ষেপ নেওয়া হল। চালু হতে চলেছে বদলি নীতি। এবার থেকে পঞ্চায়েত দফতরে কর্মরত কোনও কর্মী তিন বছরের অধিক একই পঞ্চায়েত সমিতি অথবা গ্রাম পঞ্চায়েতে থাকতে পারবেন না। তিন বছরের বেশি হয়ে গেলেই হবে বদলি।

ইতিমধ্যেই পঞ্চায়েত দফতর থেকে রাজ্যের প্রত্যেক জেলাশাসকের কাছে এই মর্মে একটি নির্দেশ পৌঁছে গিয়েছে। তিন বছরের অধিক সময় ধরে যারা একই পঞ্চায়েত সমিতি অথবা গ্রাম পঞ্চায়েতে কাজ করছেন, তাঁদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই তাঁদের বদলির নির্দেশ কার্যকর করার কথাও বলা হয়েছে।