মিলল নতুন অপরাধের হদিশ: বাড়ির পোষ্য নিয়ে বাড়ছে চিন্তা

বাড়ির সামনে থেকে পোষ্য চুরি করে পালাল দুই দুষ্কৃতী। এমনটাই অভিযোগ এসেছে কলকাতার ঠাকুরপুকুর দাস এলাকায়। সরস্বতী পূজার দিন সকালে ঘোষ পরিবারের পোষ্য একটি গোল্ডেন রেট্রিভার অর্থাৎ রিও তাদের বাড়ির দরজায় খেলছিল, ঠিক সেই সময় দুই বাইক আরোহী তাদের রিও কে নিয়ে চম্পট দেয়। ঘোষ পরিবার এর সদস্য দেবলিনা ঘোষের অভিযোগ, ‘ডগন্যাপিং’ নামক এক জঘন্য অপরাধ কোভিডের সময় ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল অর্থাৎ তাদের রিও এই অপরাধের শিকার হয়েছে। একই সঙ্গে পরিবারের অভিযোগ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলো পুলিশ এই ব্যাপারে সক্রিয় হচ্ছে না কারণ, সে একটি কুকুর। প্রতিবেশীর ক্যামেরায় সেই দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে এদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে। ফুটেজসহ যথেষ্ট প্রমাণ দেওয়ার পরেও পুলিশ এই ব্যাপারে কোনো রকম তদন্ত ও আগ্রহ কোনোটাই করছেন না।

দীর্ঘ আট বছর ধরে ঘোষ বাড়িতে সকলে আদরে বড় হয়েছে। পরিবারের সদস্যদের চিন্তা এভাবে যারা আশ্রয় থেকে অবলা জীব দের তুলে নিয়ে যাচ্ছে তারা আদৌ এদেরকে ঠিক ভাবে খেতে দিচ্ছে তো? ঘোষ বাড়ি সকলেই জানেন খুব আদরে ছিল তাদের রিও। বিছানা বা সোফা ছাড়া কিছুতেই ঘুমাতে চায় না তাদের বাচ্চাটি। কেমন আছে, কি ভাবে আছে এই কথা বলতে গিয়ে তাদের চোখে জল ভেসে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *