নয়া ঘোষণা, এবার সবজি মিলবে ন্যায্য দামে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। সবজির দাম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সরকারের তরফ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাময়িক কিছু স্বস্তি মিললেও সম্পূর্ণ সুরাহা হচ্ছে না।

এমতাবস্থায় আগে কলকাতার বুকে সুফল বাংলা বিপণি এবং ভ্রাম্যমাণ গাড়ি চালু হওয়ার কারণ সাধারণ মানুষের বেশ সুবিধা হয়েছিল। এই গাড়িগুলিতে বাজারের চেয়ে খানিকটা দামে সবজি পাওয়া যায়। ফলে হাসি ফুটেছিল বহু মানুষের মুখে। এবার নদীয়া জেলায় ভ্রাম্যমাণ ন্যায্য মূলের দোকান চালু হল।

সম্প্রতি জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে এই ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেছেন। জানা যাচ্ছে, এই গাড়িতে ২৮ টাকা কেজি আলু, ৩৮ টাকা কেজি পেঁয়াজ, ২০ টাকা কেজি পটল এবং ২০০ টাকা কেজি রসুন পাওয়া যাচ্ছে।