আচমকাই নতুন ঘোষণা রাজ্য সরকারের তরফে। এবার থেকে মাসের শেষ দিনে আর রেশন বিলি হবে না। জুলাই মাস থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। এই নতুন সিদ্ধান্তের কথা রাজ্য ও জেলায় দপ্তরের সমস্ত স্তরে নির্দেশের আকারে জানিয়ে দিল খাদ্যদপ্তর। প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার তথ্য সরকারি পোর্টালে তুলে দিতে হয়। মাসের শেষদিনে রেশন বিলি বন্ধ রেখে এবার থেকে সেই কাজ করা হবে। আগের মাসে কত গ্রাহক রেশন পেলেন, তার উপর ভিত্তি করে পরের মাসের বরাদ্দ ছাড়া হয়। তাছাড়া আগস্টের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজও চলছে জোরকদমে। ফলে কাজের পরিমাণের পাশাপাশি জটিলতাও বেড়েছে। সেই কারণেই তাদের পোর্টালে গ্রাহকের তথ্য তোলার জন্য একদিন বিলি–বণ্টন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।