বদলে যেতে চলেছে নিয়ম, নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

বদলে যেতে চলেছে নিয়ম, রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো নতুন নিয়মের। রাজ্যের নিয়ম অনুসারে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় রেশন দোকান থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না।

রেশন কার্ডগুলি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। সেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সামগ্রী পরিবর্তন হয়ে থাকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে কোন কোন ক্যাটেগরিতে কী ধরনের খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে।

গ্রাহকদের সুবিধার্থে এখন রাজ্য সরকার আগে থেকেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যের পরিমাণ জানিয়ে দেয়। উপভোক্তা হিসেবে আপনাদেরও আগে থেকে এই পরিমাণ জেনে নেওয়া উচিত। এরফলে আপনি আপনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *