নতুন অভিযোগ উঠছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কিছু সময়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরির একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার মালদহের বিভিন্ন স্কুলে কর্মরত ১৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার তফসিলি জাতি এবং জনজাতির শংসাপত্রই ভুয়ো বলে অভিযোগে রীতিমতো শোরগোল।

ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুতে দুই মহকুমাশাসকের (মালদহ সদর ও চাঁচল) পাশাপাশি, স্কুলশিক্ষা দফতর ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিবের কাছে অভিযোগ করেছেন জেলার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরের ফেকু চৌধুরী নামের এক বাসিন্দা। যদিও নিজেদের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ ওই শিক্ষক-শিক্ষিকারা।