আগামী মাসেই রাজ্যে আসছেন নমো

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতাও তুঙ্গে৷ এরই মাঝে প্রচারকে কেন্দ্র করে দীর্ঘ সময় পর এবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাস অর্থাৎ জুনেই রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷

ভোট পূর্বে আগামী মাসে তিনটি বড় জনসভা হবে রাজ্য জুড়ে৷ সেই জনসভাতে যোগ দিতে বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডা। ভোটের আগে দলকে চাঙ্গা করতে এই তাবড় নেতাদের হাজির করানোর পরিকল্পনাই নিয়েছে বঙ্গ বিজেপি।

পঞ্চায়েত ভোটকে হাতিয়ার করে, মোদী সরকারের ৯ বছর পূর্তিতে একাধিক কর্মসূচীর মাধ্যমে গেরুয়া দলের কাজের খতিয়ান তুলে ধরতে মানুষের দুয়ারে পৌঁছে যাবেন বিজেপি নেতারা। আগামী ২১ থেকে ৩০ জুন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে বলে বিজেপি সূত্রে খবর। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরও আসার কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *