নামকরণ হল বিরোধী মহাজোট দলের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে লড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশের প্রায় সমস্ত বিরোধী শক্তি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে মহা জোটের দ্বিতীয় বৈঠক।

বিজেপি-বিরোধী শিবিরের এই বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা উপস্থিত রয়েছেন। জানা গিয়েছে বিরোধীদের জোটের নাম দেওয়া হবে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ময়দানে নামবে ‘ইন্ডিয়া’।

জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চান নি জোটের নামে কোনও ‘ফ্রন্ট’ থাকুক। সবদিক বিবেচনা করে ‘ইন্ডিয়া’ নামটি রাখা হল। অনেকেই মনে করছেন নামের মাধ্যমে আম জনতার দেশাত্মবোধ উসকে দিতে চাইল বিরোধীরা। জানা যাচ্ছে শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে নামের বিষয়টি জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *