বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে এবার গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার।
গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য তলব করেছিল ইডি। যদিও দিল্লিতে ধর্নার দরুন হাজির হননি তিনি। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ১১অক্টোবর হাজিরার জন্য তলব করেছে ইডি।
জিজ্ঞাসাবাদের অভিষেক মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর জন্য ডেকে পাঠানো হলেও নেতার বাবা বা মা কেউই ইডির মুখোমুখি হননি। তবে সশরীরে হাজির না হলেও ইডি দফতরে এক হাজার পাতার নথি পাঠিয়েছেন অভিষেকের মা। আর নেতার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন ১২০০ পাতার নথি।