MyGov অ্যাপ থেকে ৩২ লাখেরও বেশি শংসাপত্র ডাউনলোড

ভ্যাকসিনেসনের সুবিধার জন্য MyGov করোনা হেল্পডেস্ক চালু করল স্বাস্থ্য মন্ত্রণালয়।MyGov অ্যাপের মাধ্যমে একদিকে যেমন নিকটস্থ টিকা কেন্দ্র খুঁজে পাওয়া সহজ, তেমনি অপর দিকে ভ্যাকসিন-অ্যাপয়েন্টমেন্ট বুক করাও অনেকটাই সহজ হয়।MyGov করোনা হেল্পডেস্ক-এর মাধ্যমে ৯০১৩১৫১৫১৫ এই নম্বরটি হোয়াটসঅ্যাপ-এ সংরক্ষণ করে স্লট বুকিং-এর প্রক্রিয়া শুরু হয়।পরে পিনকোডের উপর ভিত্তি করে ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টের দিন এবং কেন্দ্র নিশ্চিত করা হয়।
উল্লেখ্য,চলতি বছরের মার্চ মাস থেকে MyGovকরোনা হেল্পডেস্ক চালু হয়।এরপর থেকেই এই অ্যাপ মহামারী চলাকালীন কোভিড-সম্পর্কিত তথ্যের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে চলছে। MyGovকরোনা হেল্পডেস্ক দেশব্যাপী ৪১ মিলিয়নেরও বেশী ব্যবহারকারীর জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। ৫ আগস্ট থেকে MyGov এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটবট থেকে ভ্যাকসিন সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছে।এ পর্যন্ত্য দেশ জুডে ৩২ লাখেরও বেশি শংসাপত্র ডাউনলোড হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *