আজ পবিত্র ঈদুল ফিতরের দিন। ঈদের সকাল থেকেই জলপাইগুড়ি জেলার পাশাপাশি শহরের বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহরের মার্চেন্ট রোড মসজিদে ভোর থেকেই শুরু হয়েছে ঈদের বিশেষ নামাজ। একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে জমে উঠেছে মসজিদের আশপাশ।
ঈদের জামাতে অংশগ্রহণ করতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ছোট শিশুদেরও দেখা যায়। বিশেষত, মার্চেন্ট রোড মসজিদে শিশুদের খুনসুটি ও আনন্দমুখর পরিবেশ ছিল বেশ মনোরম। শিশুদের হাসি-খুশি দেখে মসজিদের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার পাশাপাশি, তাদের চোখে ঈদের খুশির আভা স্পষ্ট। জলপাইগুড়ির অন্যান্য মসজিদেও সকাল থেকে ধর্মীয় অনুষ্ঠানে মানুষের ভিড় বেড়ে যায়।
নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া হলেও, ঈদের আনন্দ সবার মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করেছে। ঈদুল ফিতরের এ দিনটি শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক ঐক্যেরও এক বিশেষ মুহূর্ত। এদিন, মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডও অব্যাহত রয়েছে।