টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে একাধিক নাম! কাকে অধিনায়ক হিসাবে বেছে নিতে চান শাস্ত্রী ও গাভাস্কার?

রোহিত শর্মার অবসর নেওয়ার পর ভারতের টেস্ট অধিনায়কের পদ এখন ফাঁকা। সেই জায়গায় দায়িত্ব পাবেন কে? আলোচনায় একাধিক নাম। রোহিত অধিনায়ক থাকাকালীন সহ-অধিনায়কের দায়িত্ব ছিল জসপ্রীত বুমরাহের কাঁধে। কিন্তু তাঁকে অধিনায়ক হিসাবে চাইছেন না রবি শাস্ত্রী এবং সুনীল গাভাস্কার।

শাস্ত্রীর মতে এমন কাউকে অধিনায়ক করা হোক, যিনি আগামী বেশ কিছু বছর টানা ভারতের হয়ে খেলবেন। শাস্ত্রী বলেন, “কাউকে অধিনায়ক হিসাবে তৈরি করা হোক। আমার মনে হয় শুভমনকে অধিনায়ক করলে ভাল হবে। ২৫-২৬ বছর বয়স ওর। ঋষভ পন্থও রয়েছে। বয়স কম হওয়ার জন্য এই দু’জন ভাল বিকল্প হতে পারে।”

বুমরাহকে অধিনায়ক করার পক্ষপাতী নন গাভাস্কারও। ভারতের প্রাক্তন অধিনায়ক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “কয়েক বছর লাগবে আগামী অধিনায়ক বেছে নেওয়ার জন্য। রোহিত (শর্মা), বিরাট (কোহলি), ধোনির (মহেন্দ্র সিংহ) মতো অধিনায়ক পেতে সময় লাগে। ওরা সকলেই নেতৃত্বের এক একটা নতুন দিক খুলে দিয়েছিল।”

আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে ভারতের টেস্ট দল। তখনই জানা যাবে অধিনায়কের নাম।