না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল পত্নী

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বহু লড়াইয়ের পর অবশেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। থমকে গেল জীবনের পথ চলা। চিরতরে স্ত্রীকে হারালেন মুকুল রায়। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে জীবনবসান ঘটল তাঁর। চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কিছুদিন আগেই ওনাকে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। করোনার পর থেকেই ফুসফুসের সমস্যা চলছিল ওনার। একমো সাপোর্টে রাখা হয় তাঁকে। চেন্নাই থেকে এক দল চিকিৎসক এসে পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন। সেই মতোই চিকিৎসার জন্য কৃষ্ণাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইতেও। কিন্তু, শেষরক্ষা হল না। শেষ সময়ে তাঁর পাশে ছিলেন পুত্র শুভ্রাংশু রায়। সুস্থ করে তাঁকে আর বাড়ি ফেরানো গেল না। মাতৃহারা হলেন শুভ্রাংশু। আগামীকাল দেহ নিয়ে আসা হবে কলকাতায়। কৃষ্ণা রায়ের মৃত্যুতে শোকের ছায়া মুকুলের পরিবার ও রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *