অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জনে। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। সোমবারের মতো মঙ্গলবারও দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হল ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। সুস্থতার হার বাড়ছে। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৬.৮৬ শতাংশ।
টিকাকরণে ইতিমদ্যেই আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত। গতকালই স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। তবে, দেসে টিকাকরণের হার গত কয়েকদিন ধরেই নিম্নমুখী। সোমবার টিকা দেওয়া হয়েছে ১৭ লক্ষ ৬৮ হাজার ৮ জনকে। মোট টিকাকরণ হয়েছে ৪০ কোটি ৮১ লক্ষ ৩৯ হাজার ২৮৭।