এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

গান আবেগ প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এই কথা মাথায় রেখে ভারতের ১ নং ইয়ুথ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এমটিভি ও আনএকাডেমি-র যৌথভাবে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৩ আগস্ট থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার সময় এমটিভি- তে এই অনুষ্ঠানটি দেখা যাবে। লাকি আলী, সোনু নিগম,কৈলাশ খেরের মতো প্রতিভাবান সংগীতশিল্পীদের সাথে বাদশা, দর্শন রাভাল, অর্জুন কানুনগো, বেনি দয়াল, পাপন, আরমান মালিক- অমল মল্লিক, হর্ষদীপ কৌর, মোনালি ঠাকুর, রোচক কোহলি, অসীস কৌর, স্নেহা খানওয়ালকর, আস্থা গিল, রিততলোয়ার, লিজো এবং কিং-এর মতো নতুন শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে মেলোডী থেকে ইলেক্ট্রিফাইং বিট অর্থাৎ প্রতিটি সঙ্গীতপ্রেমীর জন্য কিছু না কিছু অনুষ্ঠান থাকবে। আশা করা যায় অনুষ্ঠানটি ছোট থেকে বড় সব বয়সী দর্শকদের মন জয় করবে। এই অনুষ্ঠানটি সম্পর্কে লাকি আলি বলেছেন, এই অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পেরে তিনি ভীষন উচ্ছ্বসিত। দর্শকরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের সঙ্গীত উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *