একাধিক ইস্তফা পত্র পড়লো মন্ত্রিসভার সদস্যের

সব জল্পনার অবসান। অবশেষে থেমে গেলো দীর্ঘদিনের জল্পনা। আগে থেকেই শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে বুধবার। এরইমাঝে পদত্যাগ করেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ইস্তফা দিয়ে চলেছেন একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা। পদত্যাগ করলেন মোদি সরকারের মন্ত্রিসভার দুই গুরুত্বরপূর্ণ নাম রবিশংকর প্রসাদ এবং প্রকাশ জাভড়েকর। সব মিলিয়ে পদত্যাগ করলেন ১২ জন মন্ত্রী। এর পাশাপাশি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও। উল্লেখ্য, বাংলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন চার সাংসদ- সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। মন্ত্রিসভার রদবদলের মধ্যেই আচমকা যুব মোর্চা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁও৷

বুধবার বিকেলের রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মন্ত্রিসভার ১২ জন সদস্যের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁরা হলেন – কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাভড়েকর, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোগাওয়ার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় রাসায়নিক ও সারমন্ত্রী সদানন্দ গৌড়া, ধোত্রে সঞ্জয় শামরাও, রত্তন লাল কাটারিয়া, প্রতাপচন্দ্র সারঙ্গি এবং দেবশ্রী চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *