বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা। এর ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে রাজ্য সহ দেশকে। এই পরিস্থিতিতে সঠিকভাবে অর্থ খরচ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রশংসা করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। প্রশংসাপত্র এল নরেন্দ্র মোদীর সরকারের থেকে। কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেলের ডেপুটি জেনারেল রাহুল কুমার অর্থ দপ্তরের প্রধান সচিব ড: মনোজ পন্থকে এই চিঠি দিয়ে গত অর্থবছরে রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং খরচের হিসাব একশো শতাংশ মিলে গিয়েছে বলে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ বিজেপি নেতারা যে অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকারের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না সেকথা আর ধোপে টিকল না।
উল্লেখ্য, রাজ্য সরকারের প্রাপ্ত অর্থ এবং খরচের উপরে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেস নজরদারি চালায়। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেস এমন একটি সংস্থা যাকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির রাজ্য সরকারকে নিজেদের প্রাপ্ত অর্থের পাওনা ও খরচের হিসেব দিতে হয়। কোনও ক্ষেত্রে সমস্যা হলে, ব্যাখ্যাও চাওয়া হয় রাজ্যগুলির কাছে। এছাড়া যদি কোনও নির্দেশ বা পরামর্শ দিতে হয় রাজ্য প্রশাসনগুলিকে তাহলে এই সংস্থা তাদের পরামর্শ দিতে পারে। সেই কেন্দ্রীয় সংস্থাই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রশংসা করল।