আসন্ন দুর্গা পূজার পূর্বে বড় ক্ষতি ব্যবসায়ীদের, গত বৃহস্পতিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাড়খাড় হয় হাওড়ার মঙ্গলাহাট। পুড়ে ছাই হয়ে প্রায় ৪ হাজারের বেশি দোকান। ব্যাপক আর্থিক ক্ষতির কথা ভাবতেই শিউরে উঠছেন ব্যবসায়ীরা।
এই আবহেই মঙ্গলাহাটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওসাদ সিদ্দিকী। এই ঘটনার পেছনে কারও হাত থাকলে সেই নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ।
শুধু তাই নয়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার আবেদনও জানিয়েছেন আইএসএফ বিধায়ক। যাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আগামী দিনে যথাস্থানে নিরাপদে ব্যবসা করতে পারেন তা সুনিশ্চিত করার জন্য তৃণমূল সুপ্রিমোর দৃষ্টি আকর্ষণ করেছেন নওসাদ।