দল বদলের প্রায় দু বছর তাকে বড় পদ দেওয়া হলো এবার। ২০২১ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে ফের বঙ্গের রাজনীতিতে চর্চায় এসেছেন মিঠুন। একাধিকবার কলকাতায় এসে বড় দাবিও করেছেন। এবার তাঁকেই বড় দায়িত্ব দেওয়া হল। রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নতুন কমিটির তালিকা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে মিঠুন চক্রবর্তীর নামও। মোট ২৪ জনের কোর কমিটি তৈরি হয়েছে এবার যা আগে কখনও ছিল না বাংলায়। এখন থেকেই পুরোদমে মাঠে নেমে পড়ছে ভারতীয় জনতা পার্টি শিবির। মিঠুন ছাড়াও এই কমিটিতে নতুন করে এসেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা।
এদিকে প্রথমবার বিজেপির এমন কমিটিতে জায়গা পেয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এছাড়া দু’জন বিধায়ক অগ্নিমিত্রা পাল ও দীপক বর্মন রয়েছেন কোর কমিটিতে। পাশাপাশি আছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। ২৪ জনের কমিটিতে ২০ জন সাধারণ সদস্য এবং চারজনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে।