Mi 11 Lite লঞ্চ হল ভারতে

Mi 11 Lite ভারতে লঞ্চ হল। এটিই Xiaomi-র Mi 11 Series-এর নতুন মডেল। এতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। Qualcomm Snapdragon 732G প্রসেসর থাকছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই Mi 11 Lite ফোনে একটি 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও অত্যন্ত শক্তিশালী 4,250mAh ব্যাটারি থাকছে Mi 11 Lite-এ।

Mi 11 Lite ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। এদের মধ্যে ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 21,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির হাই-এন্ড মডেল 8GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতে 23,999 টাকা।

স্পেসিফিকেশনসের দিক থেকে Mi 11 Lite ফোনে রয়েছে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ AMOLED 10-bit ডিসপ্লে, যার রেজোলিউশন 1,080×2,400 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট যথাক্রমে 60Hz ও 90Hz।

পারফরম্যান্সের দিক থেকে এই Mi 11 Lite চালিত হবে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 732G প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে Adreno 618 GPU এবং 8GB LPDDR4X RAM-এর সঙ্গে। সফ্টওয়্যার হিসেবে Mi 11 Lite স্মার্টফোনটি দৌড়বে Android 11 বেসড কোম্পানির নিজস্ব MIUI 12-এর সাহায্যে। ডুয়াল সিম (NANO) সাপোর্টেড এই ফোনটি। ফোনে 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *