ভারতের প্রথম পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট-যুক্ত এসইউভি এমজি অ্যাস্টর নিয়ে উপস্থিত হল এমজি মোটর ইন্ডিয়া। এমজি অ্যাস্টরের পার্সোনাল অ্যাসিস্টান্টে প্যারালিম্পকের অ্যাথলিট দীপা মালিকের কন্ঠ যোগ করা হয়েছে। ফার্স্ট-ইন-সেগমেন্ট অটোনমাস (লেভেল ২) টেকনোলজি সমৃদ্ধ এমজি অ্যাস্টর প্রস্তুত করা হয়েছে এমজি’র গ্লোবাল প্লাটফর্ম জেডএস-এর ভিত্তিতে। কনটেম্পোরারি স্টাইলের অ্যাস্টরে রয়েছে নজরকাড়া ‘বোল্ড সেলেস্টিয়াল গ্রিল’ ও এলইডি হেডল্যাম্পে রয়েছে নয়টি ক্রিস্টাল ডায়মন্ড এলিমেন্ট। ইন্টেরিয়র তৈরি হয়েছে সফট-টাচ ও প্রিমিয়াম মেটেরিয়ালে। অ্যাস্টর পাওয়া যাবে দুইটি ইঞ্জিন অপশনে – ব্রিট ডায়নামিক ২২০টার্বো পেট্রল ইঞ্জিন ও ভিটিআই টেক পেট্রল ইঞ্জিন।
এ আই টেকনোলজি, ছয়টি রাডার ও পাঁচটি ক্যামেরা থাকায় এই এসইউভি ১৪টি অ্যাডভান্সড অটোনমাস লেভেল ২ ফিচার প্রদানে সক্ষম। এই গাড়িটি ২৭টি স্ট্যান্ডার্ড সেফটি ফিচারের মাধ্যমে নিরাপদ ড্রাইভিং এক্সপিরিয়েন্স দিতে পারে। এই গাড়িতে থাকা সেফটি ফিচারসমূহে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ৬-ওয়ে পাওয়ার-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ইলেক্ট্রিক পার্কিং ব্রেক, হিটেড ওআরভিএম, রেইন-সেন্সিং ওয়াইপার, পিএম ২.৫ ফিল্টার, প্যানারোমিক স্কাই রুফ, রিয়ার এসি ভেন্ট, ফ্রন্ট ও রিয়ার আর্মরেস্ট, ১০.১-ইঞ্চি এইচডি ইনফোটেনমেন্ট সিস্টেম ও ৭-ইঞ্চি এমবেডেড এলসিডি স্ক্রিন।
এমজি অ্যাস্টরে সাবস্ক্রিপশন ও সার্ভিসে রয়েছে ম্যাপমাইইন্ডিয়া, জিও কানেক্টিভিটি ও জিও শাওন অ্যাপ। বহু প্রতীক্ষিত মিড-সাইজ এমজি অ্যাস্টর ১৯ সেপ্টেম্বর থেকে এমজি শোরুমগুলিতে প্রদর্শিত হবে এবং তারপর বুকিং শুরু হবে।