এমজি মোটর ইন্ডিয়ার জেডএস ইভি কার

‘জেডএস ইভি’ – এমজি মোটর ইন্ডিয়া’র সদ্য লঞ্চ করা নতুন গাড়িটিতে রয়েছে লার্জেস্ট-ইন-সেগমেন্ট ও অ্যাডভান্সড টেকনোলজির ৫০.৩ কেডব্লুএইচ ব্যাটারি। গাড়িটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে – এক্সাইট ও এক্সক্লুসিভ। এক্সক্লুসিভের বুকিং শুরু হলেও এক্সাইটের বুকিং আরম্ভ হবে জুলাই থেকে।

এমজি মোটরের নতুন জেডএস ইভি গাড়িটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে: চমকপ্রদ এক্সটেরিয়র ডিজাইন এলিমেন্টস, কমফর্টেবল ও প্রিমিয়াম ইন্টেরিয়র, ফার্স্ট-ইন-সেগমেন্ট ফিচার্স – যেমন ডুয়াল পেন প্যানোরামিক স্কাইরুফ, ডিজিটাল ব্লুটুথ কী, রিয়ার ড্রাইভ অ্যাসিস্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৭৫+ কানেক্টেড কার ফিচার্স-সহ আই-স্মার্ট, হিল ডিসেন্ট কন্ট্রোল ইত্যাদি। এর গ্লোবালি সার্টিফায়েড ব্যাটারিও ৮টি স্পেশাল সেফটি টেস্টে উত্তীর্ণ। জেডএস ইভি’তে সর্বাধিক সুরক্ষার জন্য ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হিল ডিসেন্ট কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ও ইলেক্ট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল রয়েছে, যাতে মসৃণ ও নিয়ন্ত্রিত ড্রাইভ সম্ভব হয়। প্রাইভেট কাস্টমারদের জন্য নতুন জেডএস ইভি’তে সুরক্ষার জন্য রয়েছে এমজি ই-শিল্ড। এছাড়া রয়েছে আনলিমিটেড কিলোমিটারের ফ্রি-অফ-চার্জ ৫-বছর মেয়াদী ওয়ারেন্টি। ব্যাটারি প্যাক সিস্টেমের জন্য রয়েছে ৮-বছর/ ১.৫ লক্ষ কিমি ওয়ারেন্টি, ৫-বছরের রাউন্ড-দ্য-ক্লক রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং ৫টি লেবার-ফ্রি সার্ভিস।

এমজি মোটরের নতুন জেডএস ইভি গাড়িটি পাওয়া যাবে ৪টি এক্সটেরিয়র কলারে – ফেরিস হোয়াইট, কারেন্ট রেড, অ্যাশেন সিলভার ও সেবল ব্ল্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *