এবার পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, নিত্ত যাত্রীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া। এই মুহূর্তে নর্থ-সাউথ করিডর পেরিয়ে মেট্রো আজ ছড়িয়ে পড়েছে গোটা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এছাড়াও চলছে একাধিক মেট্রো রুটের কাজ।
এবার যাত্রীদের মনোরঞ্জনের জন্য নতুন উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের মনোরঞ্জনের জন্য এবার মেট্রোর কামরার ভিতরেই চলবে কার্টুন। লম্বা পথ পাড়ি দিতে যাত্রীদের একঘেয়েমি কাটাতে এবার ডিসপ্লে বোর্ডে চালানো হবে ছোটা ভীম কিংবা টম এন্ড জেরি।
মেট্রোর যে ডিসপ্লে বোর্ডে বর্তমান স্টেশনের নাম অথবা পরবর্তী স্টেশনের নাম দেখানো হয়, সেখানেই এই কার্টুন চলবে বলে জানানো হয়েছে। মূলত যে সকল শিশু পড়ুয়ারা মেট্রো করে যাতায়াত করে তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কথাও। কার্টুনের পাশাপাশি সময়মতো দেখানো হচ্ছে বর্তমান স্টেশন ও পরবর্তী স্টেশনের নাম।