মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে আবার ফিরছে আগের নিয়ম

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে, আবার ফিরছে আগের নিয়ম। সম্প্রতি নিত্য যাত্রীদের সুবিধার্থে কতৃপক্ষের তরফে এক ঘোষণা অনুযায়ী কিছুদিন রাত এগারোটায় শেষ ট্রেন চালানোর উদ্যোগ নেয় কলকাতা মেট্রো। তবে পর্যাপ্ত যাত্রী না হওয়ায় সেই সিদ্ধান্তে এবার ইতি পড়ল।

রাত এগারোটার মেট্রোতে হচ্ছে না পর্যাপ্ত যাত্রী। তাই বিপুল টাকা লোকসান হচ্ছে কর্তৃপক্ষের। পরীক্ষামূলকভাবে দমদম এবং কবি সুভাষ এই দুই স্টেশন থেকেই শেষ মেট্রো ছেড়েছিল রাত এগারোটায়। জানা গেছে, ২৪ শে মে রাত ১১ টার মেট্রোয় ৬০০ জন যাত্রী হয়েছিল। সেদিন ভাড়া বাবদ মাত্র ৬ হাজার টাকা আয় হয়েছিল কর্তৃপক্ষের।

তবে ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়ে যায় একদিন রাত ১১ টায় মেট্রো চালাতে। যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়ছে কলকাতা মেট্রো। তাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত ১১টার মেট্রো বন্ধ রাখার। কবি সুভাষ ও দমদম থেকে এতদিন রাত ৯:৪০ মিনিটে শেষ মেট্রো যেমন ছাড়ত, তেমনই চলবে আগামী দিনেও।