আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মেগ ল্যানিং

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার মেগ ল্যানিং ১৩ বছর চুটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর বৃহস্পতিবার অবসরের কথা ঘোষণা করেলেন। তাঁর অধিনায়কত্বে পাঁচটি বিশ্ব পর্যায়ের খেতাব জিতেছে দল।

কমনওয়েলথ গেমসে ল্যানিংয়ের নেতৃত্বে গত বছর সোনা জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ২৪১টি ম্যাচে সর্বাধিক ৮৩৫২ রান করেছেন তিনি। ল্যানিং জানিয়েছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে যা কিছু অর্জন করেছি বা যে মুহূর্তগুলোর অংশ থেকেছি, তা সারা জীবন মনে থাকবে।” তবে “আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগে তিনি খেলবেন।

ল্যানিংয়ের অবসর আচমকা নয়। তিনি ২০২২ সালে ছ’মাসের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। এছাড়াও চিকিৎসাজনিত সমস্যার জন্য ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়‌ সিরিজ়‌েও খেলেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *