উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সেচ দপ্তরের কর্মীদের নিয়ে বৈঠক

বর্ষার আগে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে সেচ দপ্তরের কর্তারা। জলপাইগুড়িতে শুরু হল ওই বৈঠক। প্রবল বর্ষণে যদি কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়, কীভাবে দ্রুত তার মোকাবিলা করা হবে, তা নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে।

পয়লা জুন থেকে উত্তরবঙ্গে কন্ট্রোল রুম খুলছে সেচ দপ্তর। সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় বিভিন্ন নদীতে অন্তত ১৫০ টি জায়গায় বাঁধ সংস্কারের কাজ চলছে। একাজের জন্য খরচ হচ্ছে সাড়ে দশ কোটি টাকা।