আরজি করের ঘটনার পর হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মিলে একসঙ্গে মিটিং করে সিকিউরিটি বিষয়গুলো খতিয়ে দেখার কথা বলা হয়। শনিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
ওই বৈঠকে হাওড়ার জেলাশাসক ড: পি দীপাপপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কিশলয় দত্ত, হাসপাতাল সুপার ডা: নারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মূলত: হাসপাতালের নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। প্রায় তিন ঘন্টা ধরে চলে এই বৈঠক। তবে, এই নিয়ে সরকারি তরফে কোনও বক্তব্য জানা যায়নি।