ভারতে মানসিক স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উদ্যোগী মেডিক্স ও এমপাওয়ার

গ্লোবাল হেলথ ম্যানেজমেন্ট কোম্পানি মেডিক্স (Medix) এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল এমপাওয়ার-এর (Mpower) সঙ্গে। আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্ট-এর একটি উদ্যোগ ও ভারতে মানসিক স্বাস্থ্যক্ষেত্রের এক অগ্রণী সংস্থা হল এমপাওয়ার।

চুক্তি অনুসারে এমপাওয়ার ও মেডিক্স ভারতে মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও বেশিমাত্রায় অধিকসংখ্যক মানুষের কাছে গ্রহণীয় করে তোলার জন্য সুসংহত ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সমাধান পরিবেশন করবে। এর ফলে এদেশে মানসিক স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে। স্ট্রাটেজিক পার্টনারশিপের শর্তানুসারে মেডিক্স ইন্ডিয়া তাদের বিভিন্ন পরিষেবায় এমপাওয়ারের মেন্টাল হেলথ সার্ভিসকে যুক্ত করবে এবং গ্রাহক ও পার্টনারদের এমপাওয়ারের ক্লিনিক ও ভার্চুয়াল মেন্টাল হেলথ সার্ভিস ব্যবহারের সুবিধা প্রদান করবে। এই পার্টনারশিপের মাধ্যমে এমপাওয়ার মেন্টাল হেলথের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও দক্ষতার পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যগত সমাধান ও চিকিৎসা রোগীদের কাছে সহজলভ্য করে তুলবে। সেইসঙ্গে মেডিক্স তাদের গুণমানের নিশ্চয়তা, সাফল্য-কৌশল, ক্লিনিক্যাল পদ্ধতি, ডিজিটাল মেন্টাল ও ফিজিক্যাল অ্যাসেসমেন্ট ইত্যাদি ক্ষেত্রে অর্জিত গ্লোবাল এক্সপার্টাইজ কাজে লাগিয়ে ভারতের মানসিক স্বাস্থ্য পরিষেবার পটচিত্র বদলে দিতে সচেষ্ট হবে।

উল্লেখ্য, মেডিক্স হল এক গ্লোবাল হেলথ ম্যানেজমেন্ট কোম্পানি, যারা তাদের ৩ শতাধিক ইন-হাউস ফিজিসিয়ানের টিম ও ৪৫০০ জন বিশ্বমানের স্পেশালিস্টদের নেটওয়ার্ক নিয়ে অজস্র গ্রাহকদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা পূরণ করে চলেছে। অন্যদিকে, এমপাওয়ার হল আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্টের একটি উদ্যোগ। ৬ শতাধিক অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য চিকিৎসকের সমন্বয়ে তারা এদেশে অগ্রণী ভূমিকায় রয়েছে এবং বিশ্বমানের ও বিজ্ঞানসম্মত প্রকৌশল ব্যবহার করে ১২১ মিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *