লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে ফের সক্রিয় সিবিআই। একসময় বাংলায় তোলপাড় ফেলে দেওয়া নারদ কাণ্ড নিয়ে তৎপর কেন্দ্রীয় এজেন্সি।
এবার এই নারদ কাণ্ডেই তলব করা হল অভিযোগকারী ম্যাথু স্যামুয়েলকে। প্রায় বছর দশেক আগে নারদ ‘স্টিং অপারেশন’ করেছিলেন ম্যাথু। সেখানে বাংলার তৎকালীন একাধিক নেতা-মন্ত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল। নির্বাচনের প্রাক্কালে আগামী ৪ এপ্রিল ম্যাথুকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।
কলকাতার নিজাম প্যালেসে তাঁকে ডাকা হয়েছে বলে খবর। আগামী ১৯ এপ্রিল থেকে রাজ্যে নির্বাচন শুরু হচ্ছে। নারদ কাণ্ডে সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। তার ভিত্তিতেই অভিযোগকারী ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।