‘মাস্টার অংশুমান’: এবার সত্যজিৎ রায়ের গল্পে রবি খেমু

এবার বাংলা ছবিতে পদার্পন করলেন কুনাল খেমুর বাবা রবি খেমু। সত্যজিৎ রায়ের গল্প ‘মাস্টার অংশুমান’ এ এক বিশেষ ভূমিকা তাকে দেখা যাবে। ছবির পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়।

কুনাল খেমু ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন, তার বাবা রবি খেমু কম কাজ করলেও বলিউডে নিজের পরিচয় রেখেছেন যেমন ‘জিন্দেগি না মিলেগা দুবারা’, ‘রাজনীতি’, ‘আই ডোন্ট লাভ ইউ’-এর মতো কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি ‘ডলার বহু’ সহ বেশ কিছু সিরিয়াল পরিচালনা করেছিলেন। এই প্রথম তার বাংলা ছবিতে অভিনয়। ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল দার্জিলিঙে, কিন্তু রাজ্যে লকডাউন শুরু হওয়ায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়।

‘মাস্টার অংশুমান’ এক ক্ষুদে গোয়েন্দার গল্প। অংশুমানের চরিত্র রয়েছে একটি বাচ্চা ছেলে একটি সিনেমার শুটিং করতে আসে দার্জিলিংয়ে। মিস্টার লোহিয়ার বাড়িতে তারা শুটিং করে। মিস্টার লোহিয়ার আবার দামি পাথর সংগ্রহের নেশা। শুটিং চলাকালীন তাঁর বাড়ি থেকে নীলকান্ত মণি চুরি হয়ে যায়। এই চুরির রহস্য সমাধান করতে আসরে নামে খুদে অংশুমান। মিস্টার লোহিয়ার চরিত্রে রয়েছেন রবি এবং অংশুমানের ভূমিকায় স্যমন্তক দ্যুতি মৈত্র। ‘অব্যক্ত’ ছবিতে তাকে প্রথম অভিনয় করতে দেখা যায়। তারপরের ছবি রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’ এবং অতনু ঘোষ এর ‘বিনিসুতোয়’ মুক্তি পাওয়ার অপেক্ষায়।

এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। বহু বছর পর আবার তিনি বাংলা ছবিতে অভিনয় করছেন। তবে করোনা পরিস্থিতির জন্য শুটিং পুনরায় কবে শুরু করা যাবে তা নিয়ে চিন্তিত ছবির টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *