মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের (এমএসএসএফ) মাধ্যমে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের (এমএসআইএল) গ্রাহকরা এবার অনলাইন কার ফাইন্যান্সের সুবিধা নিতে পারবেন। ‘এরিনা’ ও ‘নেক্সা’ গ্রাহকরা কার ফাইন্যান্সের এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
কয়েকটি নির্দিষ্ট শহরে ২০২০ সালের ডিসেম্বরে এমএসএসএফ চালু করা হয়েছিল। মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্স হল এক ওয়ান-স্টপ অনলাইন ফাইন্যান্স পোর্টাল যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। এতে প্রাপ্তব্য সুবিধাগুলির মধ্যে রয়েছে – সঠিক ফাইন্যান্স পার্টনার বেছে নেওয়া, সঠিক লোন প্রোডাক্ট পছন্দ করা, ফাইন্যান্স ও লোন সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন ও প্রক্রিয়া সম্পন্ন করা – সবই অনলাইনে। বর্তমানে মারুতি সুজুকি স্মার্ট ফাইন্যান্সের সঙ্গে ১৪টি ফাইন্যান্স কোম্পানি রয়েছে। শুরু থেকে এপর্যন্ত এই পোর্টাল ভিজিট করেছেন প্রায় ২৫ লক্ষ গ্রাহক।