জেলা জুড়ে চলছে নীল সাদা স্কুল ইউনিফর্ম বাতিলের দাবিতে বিক্ষোভ। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল ইউনিফর্ম স্কুলে ফেরত দেওয়ার মতো ঘটনা ঘটলেও নীল সাদা স্কুল ইউনিফর্ম বাতিল করে স্কুলের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি প্রশাসন।
অন্যদিকে, শিক্ষা দপ্তরের প্রায় সমস্ত আধিকারিকরাই জেলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অবিলম্বে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের দাবীতে ও স্কুল ইউনিফর্মের রঙ পরিবর্তন করে নীল সাদা করার বিরুদ্ধে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন ময়নাগুড়ি শাখার ডাকে পথসভা ও মিছিল সংগঠিত হয় ময়নাগুড়ি শহরে।
পথসভায় বক্তব্য রাখেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাসগুপ্ত, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে, এসএফআই জেলা সম্পাদক অরিন্দম ঘোষ সহ জলপাইগুড়ি জেলা ছাত্র ও যুব আন্দোলনের নেতৃত্ব।
যুবনেতা করতাম দাশগুপ্ত বলেন, “রাজ্যজুড়ে ব মার্কা নীল সাদা পোশাক তৈরীর নামে সরকারি অর্থ তছরুপ হয়েছে। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন অবস্থানে বসে আছে, অযোগ্যদের টাকা দিয়ে চাকরি হয়েছে। অযোগ্যদের বরখাস্ত করে অবিলম্বে সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে, স্কুলের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্র যুবরা লড়াই চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে ছাত্র যুবদের এই কর্মসূচি।”