একাধিক আঙুল উঠছে কমিশনারের ভূমিকা নিয়ে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবার জানা যাচ্ছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মূলত কর্তব্যে গাফিলতির দায়ে গ্রেফতার করা হয়েছে টালা থানার সিবিআই কর্তাদের অনুমান, ইচ্ছা করে এই ‘গাফিলতি’ করেছেন অভিজিৎ। কিন্তু কেন এমনটা করলেন তিনি? কার নির্দেশে? আপাতত এমনই নানান প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই টালা থানার ওসিকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই।

উঠে এসেছে বেশ কিছু তথ্য। ডিসি নর্থ এবং ডিসি ডিডি স্পেশ্যালকেও জেরা করেছেন তদন্তকারীরা। দু’জন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে কলকাতার পুলিশ কমিশনার বিনীতের ভূমিকা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।