হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা, অভিষেক! কীভাবে পাবেন খুঁজে?

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছতে ডিজিটাল মাধ্যম হাতিয়ার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ক্রমশই জনপ্রিয় হচ্ছে। গত সপ্তাহেই হোয়াটসঅ্যাপে চ্যানেলে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি একটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল, যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে।

এই পদ্ধতিতে কাউকে ফলো করা অত্যন্ত সোজা। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপরে আপডেটস অপশনে যেতে হবে। সেখানে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ফাইন্ড চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করতে হবে। আপনি যাকে ফলো করতে চান, সেখানে ক্লিক করতে হবে।

আপনি যাকে ফলো করবেন, তাঁর বিভিন্ন আপডেট আপনি দেখতে পারবেন। এদিন সকালে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছেন প্রায় ২ হাজার জন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন প্রায় আড়াই হাজার জন। ট্যুইটার এবং ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সক্রিয়। এবার মেটার নতুন এই আপডেটের হাত ধরে হোয়াটসঅ্যাপের চ্যানেলে পা রাখলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *