সোমবার ভবানীপুরের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় আলিপুরের উত্তীর্ণ সভাগৃহে। সেখানেই মঞ্চ থেকে নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘‘আমি নিজের নামে স্টেডিয়াম বা ট্রেন লাইনও বানাই না। আমার প্রচারের প্রয়োজন নেই। মানুষের মতো বেঁচে থাকতে পারলেই হল।
নাম না-করলেও বোঝাই গেলো মমতার নিশানায় কে ছিলেন! আমদাবাদে প্রধানমন্ত্রী মোদীর নামে তৈরি করা হয়েছিলো এক স্টেডিয়াম। যেখানে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিলো এবং ফাইনালও সেখানেই খেলা হবে।অনেকের মতে, প্রধানমন্ত্রীর ‘আত্মপ্রচার’কে আক্রমণ করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আগামী ১৬-ই নভেম্বর তৃণমূল বৈঠকও ডেকেছিলেন। কিন্তু সে দিন ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল থাকায় সেটি ২৩ নভেম্বর করা হয়েছে এবং ওই সভা থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা তৃণমূলনেত্রীর।