বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মালালা

অবশেষে বিয়ে সারলেন তিনি৷ গাঁটছড়া বাঁধলেন পাকিস্তানের নোবেলজয়ী কন্যা মালালা ইউসুফজাই৷ বার্মিংহামে বসেছিল তাঁর বিয়ের আসর৷ তবে বিশাল ধুমধাম করে নয়, ঘরোয়া ভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন মালালা৷ পাত্র পাক ক্রিকেট বোর্ডের কর্তা আসর মালিক৷

মঙ্গলবার টুইট করে আসরের সঙ্গে তাঁর বিয়ের খবর নিজেই জানান মালালা৷ বিয়ের ছবি পোস্ট করে শান্তিতে নোবেলজয়ী মালালা লেখেন, ‘এটি আমার জীবনের মূল্যবান মুহূর্ত। আসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম৷’ মামলার জীবন যুদ্ধ সারা বিশ্বে খ্যাত৷ তার উপর তিনি নোবেলজয়ী৷ তাই তাঁর বিয়ের খবর নিশ্চিত ভাবেই তাঁর অনুরাগীদের কাছে অত্যন্ত আনন্দের৷ তবে নেহাতই সাদামাটা ভাবে বিয়ে সেরেছেন নোবেলজয়ী কন্যা৷ তাঁর বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই। 

মালালা জানিয়েছেন, ‘বার্মিংহামের বাড়িতে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করেছি।’ বিয়ের সাজও ছিল ছিনছাম৷ পিচ রংয়ের একটি সালোয়ার কামিজ পরেছিলেন তিনি৷ তাঁর স্বামী আসর পরেছিলেম কোর্চ প্যান্ট৷ বিয়ের আসরে স্বামী ও বাবা-মাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছেন মালালা৷ তিনি লিখেছেন, ‘আপনাদের আশীর্বাদ কাম্য৷ একসঙ্গে আগামীদিনের সউর শুরুর আগে আমরা উত্তেজিত৷ 

২৪ বছরের মালালার জীবন যুদ্ধ শুরু হয়েছে অনেক ছোট বয়সেই৷ তিনি পাকিস্তানের মেয়েদের পড়াশোনার জন্য অনেক আন্দোলন করেছেন৷ এমনকী মেয়েদের পড়াশোনার জন্য আন্দোলন চালিয়ে ২০১২ সালে তালিবানের গুলিও খেয়েছেন তিনি৷ তার পর মাত্র ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন ছোট্ট মালালা৷ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন৷ ২০১৬ সালে শান্তিতে নোবেল পান মালালা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *