তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী।
এবার ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নিল রাজ্য সরকার। বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে এই প্রকল্পের সূচনা। যার মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে অবিবাহিত স্কুলপড়ুয়া ছাত্রীদের বছরে ১,০০০ টাকা করে প্রদান করে রাজ্য সরকার।
যে সকল মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে সফলভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যায় তাদের এককালীন ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য প্রদান করা হয়ে থাকে। এবার এই প্রকল্পের টাকা পেতে একজনও আবেদনকারীকেও যাতে কোনো অসুবিধায়র মুখে পড়তে না হতে হয়, সেই লক্ষ্যে AI এর ব্যবহারে উদ্যোগী রাজ্য।