মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে করোনার থাবা, ব্যাহত পরীক্ষার প্রস্তুতি

এবার মধ্যশিক্ষা পর্ষদ- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেও  করোনার থাবা। যার জেরে প্রভাব পড়েছে পরীক্ষার ব্যবস্থাপনার প্রস্তুতিতেও (Madhyamik 2022)।মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022) এবং এপ্রিলের শুরুতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary 2022) হওয়ার কথা। দুই বোর্ডের একাধিক কর্মী আক্রান্ত হওয়ায় আপাতত পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একাধিক কাজকর্ম কাজ ব্যাহত হচ্ছে বলেই সূত্রের খবর। শুধু তাই নয়, মধ্যশিক্ষা পর্ষদের আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে একাধিক কর্মী আধিকারিক আপাতত আইসোলেশনে রয়েছেন।

অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যেই টেস্ট পেপার দেওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের দেওয়ার প্রক্রিয়া আপাতত শুরু করা যায়নি বলেই পর্ষদ সূত্রের খবর। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে বলেই আশঙ্কা পর্ষদের।

শুধু মাধ্যমিক  বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক মিলিয়ে একাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারেও থাবা বসিয়েছে করোনা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম ছাড়া পঠন পাঠন বন্ধ রয়েছে। ফলে, প্রশাসনিক কাজকর্মে সামান্য প্রভাব পড়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

সে ক্ষেত্রে করোনা আক্রান্তের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে মধ্যশিক্ষা  পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষে পরীক্ষার কাজ চালানো অনেকটাই কঠিন হয়ে পড়বে বলেই মত দুই বোর্ডের আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *